Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ২০ জুন ২০২৩
আপডেট: ২১:০৯, ২০ জুন ২০২৩

বন্যার শংকামুক্ত মৌলভীবাজার!

মনু নদে পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। ছবি- আই নিউজ

মনু নদে পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। ছবি- আই নিউজ

টানা বৃষ্টিতে বাড়ছে মনু, কুশিয়ারা, হাকালুকিসহ মৌলভীবাজারের নদনদী ও হাওরের পানি। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি অব্যাহত থাকবে আরো এক সপ্তাহ। এরিমধ্যে সুনামগঞ্জে বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। সিলেটেও বন্যার শংকা তৈরি হয়েছে। এ অবস্থায় বন্যার আশংকা করছেন মৌলভীবাজারের মানুষও। 

যদিও পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মৌলভীবাজারে মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার অনেকটা নীচ দিয়ে। এই পয়েন্টে বিপৎসীমা ১১ দশমিক ৩০ মিটার। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যা ছয়টায় পানি প্রবাহিত হচ্ছিলো নয় দশমিক চল্লিশ মিটার দিয়ে। অর্থাৎ বিপৎসীমার সাড়ে পাঁচ ফিট নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো।
এদিকে উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে পরিমাণে কম। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল আই নিউজকে জানান আবহাওয়ার পূর্বাভাসে সুনামগঞ্জ ও সিলেটের নদনদীর কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশংকা করা হচ্ছে। তবে এই যাত্রায় মৌলভীবাজারে বন্যার শংকা নেই, বিপদমুক্ত বলা চলে মৌলভীবাজার- বলেন নির্বাহী প্রকৌশলী।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মার শাখা ও উপনদীগুলোর পানি বাড়ছে, যা আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, দেশের উজানে ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে এ সময়ে ওই অঞ্চলের নদ নদী সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই কংশ, সোমেশ্বরী, যাদুকাটার পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ