Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ২১ জুন ২০২৩

সিলেট সিটি নির্বাচনের দিন মৌলভীবাজারে ছাগলের হাটে মেয়র আরিফ

ছবি : মুজিবুর রহমান রনজু

ছবি : মুজিবুর রহমান রনজু

সিলেট সিটি কর্পোরেশনে যখন নির্বাচন চলছে। ঠিক তখন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছাগল কেনায় ব্যস্ত বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। কিনেন পছন্দের ছাগল।

আজ বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচন। এই দিনে তিনি ভোট না দিয়ে চলে যান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে দাদার বাড়ি চৌধুরী বাড়িতে। সেখানে তিনি আম কুড়ান। পরে বিকেলে চলে যান শমসেরনগরে গরুর হাটে। এ সময় মেয়র আরিফুল হক বলেন- অনেকদিন বাড়িতে আসা হয়না। এই সুযোগে বাড়িতে আসলাম।
নির্বাচনের দিন ভোটের মাঠে নেই কেন। কেনই বা ভোট দেননি। এমন প্রশ্নের উত্তরে মেয়র বলেন- এই প্রহসনের নির্বাচন বিএনপি বর্জন করেছে। এমন নির্বাচনে আমি ভোট দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেয়র আরিফ বলেন, আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এই নির্বাচন নিয়ে আমার কোন আগ্রহ নেই।

নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল মেয়র আরিফের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেন।

এনিয়ে নগরে গুঞ্জন থাকলেও তিনি কাউকে সমর্থন দেননি জানিয়ে আরিফ বলেন, কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। তিনি টানা দুইবার নির্বাচিত মেয়র। উন্নয়ন, জপ্রিয়তা এবং ক্যারিশম্যাটিক গুণের কারণে তিনি আলোচিত-সমালোচিত একজন নগরপিতা। তিনি কৌশলী নেতা হিসেবে পরিচিত।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ