Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

হেলাল আহমেদ, ডেস্ক রিপোর্টার

প্রকাশিত: ১৩:১২, ২২ জুন ২০২৩

১০ বছর পর সিসিকের নগরভবনে আওয়ামী লীগ

সিসিকের নতুন নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিসিকের নতুন নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বন্যার আশঙ্কায় কিছুটা নিরুত্তাপভাবেই শেষ হয়েছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩। মেয়র পদে বিএনপির আরিফুল হক চৌধুরী নির্বাচন বর্জন করার পর অনেকটা নিশ্চিতই ছিল আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আনোরুজ্জামান চৌধুরীর বিজয়। অবশেষে হলোও তাই। রেকর্ড ব্যবধানে সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এই প্রার্থী। আর এই জয়ের ফলে ১০ বছর পর সিলেট সিটির নগর ভবনের নিয়ন্ত্রণ নিলো আওয়ামী লীগ।

সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ দুই মেয়াদে মেয়র ছিলেন বিএনপির আরিফুল হক চৌধুরী। এই দশ বছর নগর ভবন নিয়ন্ত্রণে ছিল বিএনপির। তবে এর আগে সিটি কর্পোরেশন গঠিত হবার পর দুই মেয়াদে সিটি মেয়র ছিলেন আওয়ামী লীগের বদর উদ্দিন কামরান। অবশেষে পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে নগর ভবনে  হারানো নিয়ন্ত্রণ আবারও ফিরে পেল আওয়ামী লীগ। 

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বড় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নির্বাচন নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ করেছেন  প্রার্থীরা। সিলেটে জাতীয় পার্টির মেয়র প্রার্থী লাঙ্গল মার্কার  নজরুল ইসলাম বাবুলকে নিয়ে শুরুতে কিছুটা গুঞ্জন উঠলেও নির্বাচনের দিন প্রায় নিরব ছিল তাঁর পক্ষের উপস্থিতি। 

জামানত হারালেন ৫ মেয়র 
এদিকে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এরা জামানত হারাচ্ছেন। 

জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), জাকের পার্টির জহিরুল আলম (গোলাপ ফুল) ও স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে ১৯০টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ