Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ২২ জুন ২০২৩

কাউন্সিলর রেজওয়ানের বাসায় ও অফিসে হামলা, বোন আহত

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের সিসিকের ৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসা ও অফিসে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার বোন আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বড়বাজারে তার নিজ বাসায় হামলার ঘটনা ঘটে। 

রেজওয়ান জানান, নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজ ও ডোম সিরাজের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশি অস্ত্রসহ আমার অফিস ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় আমার বোন গুরুতর আহত হন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রেজওয়ান টানা চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ঝুঁড়ি মার্কা প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন ২ হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২ হাজার ৩২৪ ভোট। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ