Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ২ জুলাই ২০২৩

সেপটিক ট্যাংক থেকে বোনকে বাঁচাতে ভাইয়েরও মৃত্যু

সেপটিক ট্যাংক। প্রতীকি ছবি

সেপটিক ট্যাংক। প্রতীকি ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। জানা গেছে বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের মা-বাবা ও পাড়াপ্রতিবেশি-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।  

রোববার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে ঘটে।

নিহতরা হলো হাজীপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।

পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়।

রোববার সকাল ১০টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলা করছিল। একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ