Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৮, ৪ জুলাই ২০২৩
আপডেট: ১১:৫১, ৬ জুলাই ২০২৩

ঢাকা থেকে ভোলাগঞ্জে ঘুরতে এসে পানিতে নিখোঁজ পর্যটক 

(ডানে) নিখোঁজ আব্দুস সালাম (২৩)।

(ডানে) নিখোঁজ আব্দুস সালাম (২৩)।

ঢাকা থেকে সপরিবারে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে সাতার কাটতে গিয়ে এক পর্যটক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খুঁজে পাওয়া যায়নি ওই যুবকের মৃত দেহ।

নিখোঁজ যুবকের নাম আব্দুস সালাম (২৩)। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা। গত রোববার (২ জুলাই) ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে দুপুর আড়াইটায় সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর টানা ২৮ ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটক উদ্ধারে কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। 

সোমবার গণমাধ্যমকে তিনি বলেন উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁর খোঁজ মিলেনি। আগামীকাল মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান চালানো হবে। 

নিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা সাজ্জাদ হোসেন শাহিন বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। রোববার দুপুরে সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে নিখোঁজের ২৮ ঘন্টা পার হলেও এখনো তাকে পাওয়া যায়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ