Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

সিলেট

প্রকাশিত: ১৯:৫৯, ৯ জুলাই ২০২৩

সিলেটে তারুণ্যের সমাবেশ থেকে অর্ধলক্ষ টাকা চুরি

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি

আজ সিলেটে বিশাল আড়ম্বরতার সাথে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের সমাবেশ। প্রায় কয়েক হাজার লোক সমাগমের এই সমাবেশ থেকে প্রায় অর্ধলক্ষ টাকার মতো চুরি গেছে বলে জানা গেছে। পাশাপাশি প্রায় অর্ধশত মোবাইল ফোন খোয়া গেছে বলে জানা গেছে। 

রোববার (৯ জুলাই) বিকাল ৩টায়  বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। 

রোববার দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৮টি বাস বুঝাই করে কর্মী গিয়ে যোগ দেন সমাবেশ স্থলে। আর এই সুযোগে কয়েক হাজার লোক সমাগমের সুযোগ নিয়ে আলিয়া মাঠে অপতৎরতা চালায় পকেটমাররা। সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, ‘তারুণ্যের সমাবেশ’ থেকে অন্ততঃ অর্ধশত মোবাইল ফোন চুরি হয়েছে।

জানা গেছে, সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সিসিক কাউন্সিলর দিনার খান হাসুর নগদ ৫৫ হাজার টাকা ও জরুরি কাগজপত্র খোয়া  গেছে। এ নিয়ে ফেসবুকে স্টেটাসও দেওয়া হয়েছে। 

এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলে বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে।  

এর আগে গত বছরের ১৮ নভেম্বর একই স্থানে অনুষ্ঠিত সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকেও এভাবে বিএনপির শতাধিক নেতাকর্মীর মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ