Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১২ জুলাই ২০২৩
আপডেট: ১৭:১৯, ১২ জুলাই ২০২৩

মৌলভীবাজারের সাবেক ডিসি তোফায়েল ইসলাম চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নিযুক্ত

মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) তোফায়েল ইসলাম নেহালকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

১৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে বিভাগীয় কমিশনারের দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তোফায়েল ইসলাম গত ২৭ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্ব সামলিয়ে আসছিলেন। এর আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জননিরাপত্তা বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে দায়িত্ব পালন করেছেন। বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। 

তিনি ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত প্রায় পৌনে তিন বছর মৌলভীবাজার জেলার সফল জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন সৎ ডিসি হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। তোফায়েল ইসলাম হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার তেঘরিয়া হাজীবাড়ীর অধ্যাপক মো. সফিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তাঁর জন্ম ১৯৭২ সালের ৬ আগস্ট।

তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ঢাকার তেজগাঁও গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি, সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে ইংল্যান্ডের বেডফোর্ড সায়ার বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তোফায়েল ইসলাম  ৯৮ সালের ২২ ফেব্রুয়ারী ঢাকার বিভাগীয় কমিশনার অফিসে সহকারী কমিশনার হিসাবে যোগদানের পর সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ, শরিয়তপুর ও বাগমারায়। সিলেটে এডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। এ ছাড়াও তিনি বাণিজ্য মন্ত্রনালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তোফায়েল ইসলাম এর পিতা আলহাজ্ব শফিকুল ইসলাম জজ মিয়া সিলেট এম সি কলেজের সাবেক অধ্যাপক ছিলেন। তার চাচা মো. অলিউর রহমান তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, আরেক চাচা কামরুল আহসান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক। তার চাচাতো ভাই জজ। দাদা আলহাজ্ব আবদুল কাদের মুড়িয়াউক ইউনিয়নের নির্বাচিত প্রথম চেয়ারম্যান ছিলেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ