Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫২, ১২ জুলাই ২০২৩

শ্রীমঙ্গলে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ১  

গাঁজাসহ আটক জীবন চাষা। ছবি- আই নিউজ

গাঁজাসহ আটক জীবন চাষা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন চাষা (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।   

বুধবার (১২ জুলাই) রাত আড়াইটায় সাতগাঁও ইউনিয়নের গান্ধীছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপাঃ) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে এসআই তীর্থঙ্কর দাস, এসআই জামাল উদ্দিনসহ  পুলিশের একটি দল গান্ধীছড়া চা বাগানের পূর্ব লাইনের আটককৃত জীবন চাষার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

সেখানে জীবন চাষার বসতঘর তল্লাশি করে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে খাকি রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

আটককৃত জীবন চাষা গান্ধীছড়া চা বাগানের বালিন্দ্র চাষার ছেলে। তার থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ