Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১২ জুলাই ২০২৩
আপডেট: ১৭:৪৫, ১২ জুলাই ২০২৩

মৌলভীবাজারে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সেমিনার

জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনামূলক সেমিনার। ছবি- আই নিউজ

জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনামূলক সেমিনার। ছবি- আই নিউজ

আবহাওয়া তথ্যসেবা ও আগাম সতর্কবাণী প্রস্তুতি জোরদারকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে বুধবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার  অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

জেলা প্রশাসন কার্যালয়ের  সহকারী কমিশনার শামীমা আফরোজ মারলিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,  জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারে আবহাওয়া ও জলবাযু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। 

সেমিনারে সংশ্লিষ্টরা বলেন- জলবাযু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার ফলে আকস্মিক বন্যা ও বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি করে। দীর্ঘস্থায়ী খরার ফলে খাদ্য স্বল্পতার ঝুঁকি বৃদ্ধি পায়। শক্তিশালী সাইক্লোনের ফলে জলোচ্ছ্বাসের ঝুঁকি বৃদ্ধি পায়। শিলাবৃষ্টির ফলে ফসলের ক্ষতি ও লোকজন আহত হয়। বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতে জীবন ও সম্পদের ক্ষতিসাধন করে। ভারি বর্ষণের ফলে জলাবদ্ধতা-আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। টর্নেডোরের ফলে প্রাণহানি ও অবকাঠামো ধ্বংস, দমকা ও ঝড়ো হাওয়ায় অবকাঠামো ধ্বংস ও হতাহতের ঘটনা ঘটে। এগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। আবহাওয়ার সতর্কবার্তা অনুস্মরণ করলে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহাণিসহ ক্ষতি কমানো সম্ভব।

আবহাওয়ার সতর্কবার্তা অনুস্মরণ করে সকল কাজ পরিচালনার জন্য জনসচেতনতা বৃদ্ধির উপর সেমিনারে জোর দেয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ