Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৮, ১৩ জুলাই ২০২৩

তিন দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়া বাস-মিনিবাস বর্জনের ঘোষণা

উত্তর সিলেটের তিন উপজেলার ১৭ পরগনার সভা থেকে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হককে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তিন দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়া বাস-মিনিবাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠক শেষে পরগনার নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের নিকট এসব তথ্য জানান।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তিনটি দাবিতে সিলেট তামাবিল সড়কে বাস-মিনিবাস গাড়ি বর্জন কর্মসূচি অব্যাহত রাখতে সর্বস্থরের জৈন্তিয়াবাসীর প্রতি আহ্বান করা হয়েছে।

সভায় আগামী রোববার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের আগ পর্যন্ত বাস বর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। এছাড়া বৈঠকে তিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ যাত্রী নিহতের ঘটনায় জৈন্তাপুর ১৭ পরগনা ধর্মঘটের ডাক দিয়ে আবার প্রত্যাহার করে। কিন্তু সোমবার থেকে পরিবহন শ্রমিকরা তাদের বাস-মিনিবাস আটকে দেওয়ার অভিযোগে পাল্টা ধর্মঘটের ডাক দেয়। টানা ৪০ ঘণ্টা এ মহাসড়কে ধর্মঘট পালনের পর মঙ্গলবার রাত ১০টায় সেটি প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা। পরে ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে এ মহাসড়কে বাস-মিনিবাস চলাচল করলেও জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার বাসিন্দারা বাস-মিনিবাসগুলোকে বর্জন করে গাড়িতে ওঠেননি।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ