সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৩:৩১, ১৪ জুলাই ২০২৩
সুনামগঞ্জে ফের বাড়ছে নদ-নদীর পানি

সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। এতে নদ-নদীর পানি বেড়ে ৬ উপজেলার সড়ক ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
এদিকে গতকাল সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর ৩টার দিকে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে পৌরশহরের সাহেববাড়ি সড়কে পানি ঢুকে পড়েছে।
একইভাবে ছাতক স্টেশনের সুরমা নদীর পানি বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢলে দোয়ারাবাজার উপজেলার সুরমা ও লক্ষ্মীপুর ইউপির রাস্তাঘাট ও বাড়িতে পানি ঢুকে পড়েছে।
সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর আঞ্চলিক সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।
এছাড়া জেলার সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারাবাজার ও ধর্মপাশা এই ৬ উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাটসহ বাড়িঘর। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীর নগর ও মোল্লাপাড়া ইউপির রাস্তাঘাটে হাঁটু সমান পানির নিচে তলিয়ে গেছে। একইভাবে ছাতকের ইসলামপুর, নোয়ারাই, চরমহল্লা ইউপির গ্রাম ও সড়কে পানি উঠে যাওয়ায় দীর্ঘ দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার জনসাধারণকে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, পানি বৃদ্ধি পেলেও বড় ধরণের বন্যার পূর্বাভাস নেই।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও)