Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৯, ১৬ জুলাই ২০২৩
আপডেট: ১৬:৪৩, ১৬ জুলাই ২০২৩

শ্রীমঙ্গলে ২ বছরের সাজাভুক্ত আসামীসহ গ্রেফতার ৫ 

পুলিশে গ্রেফতার পাঁচ আসামী। ছবি- আই নিউজ

পুলিশে গ্রেফতার পাঁচ আসামী। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই বছরের সাজাভুক্ত আসামীসহ মোট পাঁচ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন- দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী আলতাফুর রহমান (পিতা-মৃত এছাক মিয়া, সাং-আশিদ্রোন তিতপুর, থানা-শ্রীমঙ্গল), পরোয়ানাভুক্ত আসামী মকবুল মিয়া (পিতা-নজির মিয়া, সাং-সুইলপুর, থানা-শ্রীমঙ্গল), পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার সুফিয়ান ওরফে সোবহান (২৭) (পিতা-ফজল গাজী, সাং-কামারকান্দি, জয়সন্ডি ইউপি, থানা-কুলাউড়া), জাফর উল্ল্যাহ টিটু (২৯) (পিতা-বেলায়েত হোসেন, সাং-কামারবাড়ি, ডাকঘর: আলী মিয়ার বাজার, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম) এবং  ১৫১ ধারায় গ্রেফতার আসামী মো. শাকিল মিয়া (২২) (পিতা-মৃত জব্বর আলী, সাং-গিয়াস নগর, থানা-মৌলভীবাজার সদর)। 

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে  শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ, এসআই মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে থানা এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করেন। 

সকল আসামীদের রোববার (১৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ