Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৩, ১৬ জুলাই ২০২৩

দুই দিন সিলেটে বন্ধ থাকবে প্রাইভেট চেম্বার ও অপারেশন কার্যক্রম

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে সিলেটেও সোম-মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) চিকিৎসকদের প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইনি চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সিলেট শাখার অন্যতম সদস্য ডা. সুরাইয়া আফরোজ। 

তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই প্রতিবাদ কর্মসূচি সিলেটে পালন করা হবে। 

এর আগে রবিবার (১৬ জুলাই) দুপুরে ওজিএসবি’র সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালমা রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়- সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেফতারের বিষয়ে শনিবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনদিনের কর্মসূচি গৃহীত হয়। 

কর্মসূচিগুলো হচ্ছে- রবিবার দেশের প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করবেন চিকিৎসকেরা। সেইসঙ্গে ১৭ ও ১৮ জুলাই সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।’

আগামী মঙ্গলবার (১৮ জুলাই) ওজিএসবি আবার বিএমএ’র সঙ্গে বৈঠকে করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। 

এদিকে, ওজিএসবি ও বিএমএ’র সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দুপুরে সর্বস্তরের চিকিৎসকবৃন্দের উপস্থিতিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বক্তারা রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক ডা. মুনা ও শাহজাদীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণের আগেই তাদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানান। 

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ