Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৯:৪৭, ১৭ জুলাই ২০২৩

শ্রীমঙ্গলে বাজারে দাম কম হওয়ায় নষ্ট হচ্ছে লেবু, লোকসানে মালিকরা 

গাছে পেকে আছে লেবু, দাম কম থাকায় বাজারে তুলছেন না বাগান মালিক। ছবি- সাজু মারছিয়াং

গাছে পেকে আছে লেবু, দাম কম থাকায় বাজারে তুলছেন না বাগান মালিক। ছবি- সাজু মারছিয়াং

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাইকারি বাজারে দর ওঠছে না লেবুর। উৎপাদন ও বাজারে নিয়ে যাওয়ার খরচ বাদ দিয়েও চলতি দরে লেবু বিক্রি করে লাভ করতে পারছেন না লেবু বাগান মালিকরা। অনেক বাগানে লেবু বড় হয়ে গাছে পেকে থাকলেও বাজারে তুলছেন বাগান মালিক। কেউ আবার লেবু নামিয়ে বাগানেই ফেলে দিচ্ছেন।

আড়তদারেরা বলছেন, বর্তমানে চাহিদার তুলনায় লেবুর উৎপাদন বেশি হওয়ায় দাম অনেক কমে গেছে আর বাগানমালিকেরা বলছেন, লেবুর বাগান করতে অনেক খরচ। বাজারে লেবুর যে দাম, সেটি দিয়ে উৎপাদন ও শ্রমিকের খরচ মেটানো সম্ভব হচ্ছে না। উল্টো লোকসান গুনতে হচ্ছে। বাধ্য হয়ে তাঁরা গাছ থেকে লেবু নামাচ্ছেন না।

সরেজমিন বিভিন্ন লেবুবাগান ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাগান মালিক গাছ থেকে লেবু নামাননি। গাছে গাছে হলুদ হয়ে ঝুলে আছে লেবু। কেউ কেউ লেবু পেড়ে বাজারে পাঠাচ্ছেন। কেউ আবার গাছ থেকে লেবু নামিয়ে বাগানে ফেলে দিচ্ছেন।

গাছ থেকে নামিয়ে আনা লেবু বাগানেই ফেলে রাখছেন বাগান মালিকরা। ছবি- সাজু মারছিয়াং 


বাগানমালিক ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শ্রীমঙ্গলের পাইকারি বাজারে প্রতিটি লেবু গড়ে ১ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যার দাম ছিল ৪০ থেকে ৫০ পয়সা। শ্রীমঙ্গলের খুচরা বাজারে সাধারণ মানুষের কাছে প্রতিটি লেবু ৩ থেকে ৪ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার রাধানগর এলাকার বাগানমালিক সামছুল হক আই নিউজ প্রতিবেদককে বলেন, বাগান থেকে শ্রমিক দিয়ে এক ঠেলা গাড়ি (৮০০টি) লেবু নামিয়ে বাজারে পাঠাতে তাঁদের প্রায় ৬০০ টাকা খরচ হয়। এখন বাজারে লেবুর পাইকারি দাম গড়ে ১ টাকা। কয়েক দিন আগে ৪০ থেকে ৫০ পয়সা দামেও বিক্রি করেছেন। বাগান থেকে বাজারে নিয়ে যাওয়ার খরচ বাদ দিলে তাঁদের কিছুই থাকছে না। অনেক সময় উল্টো লোকসান হচ্ছে। এ কারণে অনেক বাগানমালিক গাছ থেকে লেবু নামাচ্ছেন না। গাছেই লেবুগুলো পেকে নষ্ট হচ্ছে। 

তিনি বলেন, গাছে লেবু থাকলেও সমস্যা। তখন গাছের ফলন কমে যায়। আমরা অনেক সময় গাছ থেকে লেবু তুলে ফেলে দিই। সরকার লেবু নিয়ে চিন্তা করলে তাঁদের লোকসানে পড়তে হয় না, দেশেরও লাভ হয়।

বাগান মালিক ডলুছড়া এলাকার, জনক দেববর্মা বলেন, আমাদের এখানে যে পরিমাণ লেবুর উৎপাদন হয়, সেভাবে আমরা লেবুর দাম পাই না। বছরে দুইমাস লেবুর দাম ভাল পাওয়া যায় কিন্তু সারাবছরে আমাদের লোকসান গুনতে হচ্ছে। গত এক মাসে অনেক লেবু গাছেই নষ্ট হয়েছে। লেবু পেকে গাছেই হলুদ হয়ে গেছে। আমরা লেবু তুলে গাছের গুড়ায় ফেলে দিয়েছি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ