Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৯:২৯, ১৮ জুলাই ২০২৩

শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠি

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

প্রতিবারের মতো এবারও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন ভূনবীর ইউনিয়নের সাতগাঁও বাজার এলাকার সমাজসেবক লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ। এই কাজে তাকে সহযোগিতা করেন লন্ডন প্রবাসী তাঁর দুই ছেলে বোরহান আহম্মদ ও রায়হান আহম্মদ। বিনামূল্যে চক্ষু শিবিরের সার্বিক চিকিৎসা সেবা প্রদান করে মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার। 

আজ মঙ্গলবার (১৮ জুলাই) প্রায় ৫০০ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও শতাধিক রোগীকে অপারেশনের জন্য মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। 

এসময় চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন দাতা সংস্থা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান ও সিনিয়র প্রজেক্ট অফিসার নুরুল আলম সিদ্দিকী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও মেরিগোল্ড কে.জি স্কুলের অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমেদ, রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান, জনসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমিন চৌধুরী, অপটমেট্রিষ্ট আব্দুল বাতেন তালুকদারসহ ১২ সদস্য বিশিষ্ট মেডিকেল টীম। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সাতগাঁও চক্ষু শিবির কমিটি। 

আজ সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিবিরে আসা রোগীদের চক্ষু পরীক্ষা করে ঔষধ ও চশমা প্রদান করা হয়। এদের থেকে বাছাইকৃত শতাধিক রোগীকে অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। একই দিনে বুলবুল আহমেদের সহযোগিতায় অপারেশনের রোগীদের বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে পাঠানো করা হয় এবং ল্যান্স সংযোজন শেষে পরদিন রোগীদের সাতগাঁও পৌছাইয়া দেওয়া হইবে।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনায় বুলবুল আহমেদকে সহযোগিতা করেন সাতগাঁও চক্ষু শিবির কমিটি সভাপতি মো. ইউছুফ আলী, সম্পাদক মো. আকবর আলী, মেরিগোল্ড কে.জি স্কুলের পরিচালক জামাল আহমেদ, মাও. সৈয়দ ইন্তেছার আহমেদ। 

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ডা. আবুল বশর, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, সমাজসেবক ছালেক হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আর্থিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ ও দুই পুত্র লন্ডন প্রবাসী বোরহান আহম্মদ ও রায়হান আহম্মদ। লেন্স সংযোজন, চশমা প্রদানসহ সার্বিক চিকিৎসা সেবা প্রদান করেন বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ