Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২৩ জুলাই ২০২৩

সিলেটসহ ৭ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

রোদের মধ্যে মেঘের ঝিলিক, ওঠেছে রঙধনুও। ছবি- আই নিউজ

রোদের মধ্যে মেঘের ঝিলিক, ওঠেছে রঙধনুও। ছবি- আই নিউজ

সিলেটের মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখাসহ বেশকিছু উপজেলায় আজ সকালে রোদের মধ্যে দেখা মিলেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আজ রোববার সিলেটসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

রোববার (২৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার (২২ জুলাই) রাতে দেওয়া সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ