হেলাল আহমেদ, আই নিউজ
মৌলভীবাজারে বন্যায় প্রাণীসম্পদের ক্ষতি প্রায় ৮৪ লাখ টাকা
বন্যায় জেলায় প্রাণীসম্পদ খাতে ক্ষতি হয়েছে প্রায় ৮৪ লাখ টাকা।
মৌলভীবাজারের নদ-নদীগুলোতে আগের তুলনায় অনেকটাই কমেছে বানের পানি। পানি কমতে শুরু করেছে বন্যা কবলিত এলাকাগুলোতেও। তবে পানি কমলেও আশঙ্কা কাটেনি শতভাগ। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় এরিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করেছে। গত তিন দিনে বন্যার কবলে পড়ে মৌলভীবাজার জেলায় প্রাণীসম্পদ খাতে ক্ষতি হয়েছে প্রায় ৮৪ লাখ টাকা।
শনিবার (২৪ আগস্ট) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান আই নিউজকে জেলার প্রাণীসম্পদ খাতের এ তথ্য জানান।
জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে, মৌলভীবাজারে এবারের বন্যায় এ পর্যন্ত বন্যা কবলিত গবাদিপশুর সংখ্যা ২২ হাজার ৬৯০টি। এরমধ্যে বন্যা কবলিত হাঁসমুরগির সংখ্যা ৬১ হাজার ১০৯টি। বন্যার কারণে এ পর্যন্ত ৫২টি হাঁসমুরগি ও একাধিক গবাদিপশুর মৃত্যু হয়েছে।
বন্যায় জেলার বিভিন্ন উপজেলায় মোট ৫৩টি গবাদিপশুর খামার ও ৩৫টি হাঁসমুরগির খামার প্লাবিত হয়েছে। এসব জায়গায় অনেক প্রাণীর মৃ*ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, বেসরকারিভাবে অনেক জায়গা থেকে অসংখ্য গবাদিপশু ও হাঁসমুরগি মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান আই নিউজকে বলেন, এবারের বন্যায় এখন পর্যন্ত জেলার প্রাণীসম্পদ খাতে ক্ষতি হয়েছে ৮৩ লাখ ৯৭ হাজার টাকা। তবে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এই পরিমাণ আরও বাড়বে বলেও মনে করেন এই কর্মকর্তা।
মৌলভীবাজার জেলা প্রশাসন বলছে, এবারের বন্যায় এখন পর্যন্ত জেলায় ১ লক্ষ ৯৫ হাজার মানুষ বন্যা কবলিত অবস্থায় আছেন। এরমধ্যে বিভিন্ন জায়গায় বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পেরেছেন মাত্র ৭ হাজার ১৪৫ জন। জেলা জুড়ে বন্যার্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৬২টি মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে।
এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এরমধ্যে ৫১৬ মেট্রিক টন চাল এরিমধ্যে বিভিন্ন ভাবে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মাঝে নগদ বিতরণ করা হয়েছে ২০ লক্ষ ৫০ হাজার টাকা।
মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। পাশাপাশি সব পরিস্থিতিতে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, আজকে মৌলভীবাজারের প্রায় সবগুলো নদীতেই পানি কমছে। বৃষ্টি না হলেও পানির এই কমা অব্যাহত থাকবে। এতে করে বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে আশা করা যায়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























