শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৯:৩৫, ২৪ আগস্ট ২০২৪
শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উৎসবের টাকা দিয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণের সিদ্ধান্ত

মৌলভীবাজারে বন্যা কবলিত মানুষের দুর্ভোগের ছবি।
দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজার টাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসমগ্রী বিতরণের সিন্ধান্ত নিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জন্মাষ্টমী উদযাপন পরিষদ৷
শুক্রবার (২৩ আগষ্ট) রাতে শহরের হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর শাখা ও হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল আচার্য জানান, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে, শ্রীমঙ্গলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এবারের জন্মাষ্টমীতে কোন প্রকার র্যালি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক আনুষ্ঠান করা হবে না। শুধুমাত্র পূজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সর্ব সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত র্যালি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্টানের অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় জানান, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবারের জন্মাষ্টমীর পূজার ব্যয় সংকোচন করে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রান বিতরন করার জন্য। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ,পৌর পূজা উদযাপন পরিষদের টাকাসহ আরও বাড়তি ফান্ড করে বন্যার্তদের জন্য পাঠানো হবে।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেবরায়, বেনুধর ভট্রাচার্য, জহর তরপদার়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, কোষাধ্যক্ষ ঝলক দেব রায়, প্রকাশনা সম্পাদক শংকর বনিক, জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সহ সভাপতি মনতোষ পাল ভানু, দীনবন্ধু দেব, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আচার্য, গোপাল দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অলক পাল প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`