হবিগঞ্জ প্রতিনিধি
বাহুবলে খাবার খেয়ে অসুস্থ ১০ মাদ্রাসা শিক্ষার্থী

হবিগঞ্জের জেলার বাহুবলে একটি মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ২০ মাদ্রাসা শিক্ষার্থী।
শনিবার (১১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ডুবাঐ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বোডিংয়ে থাকা শিক্ষার্থীরা ৯ টার দিকে রাতের খাবার খায়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীরা অসুস্থতাবোধ করতে থাকে। পরে তাৎক্ষণিক শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে পারভেজ আখঞ্জী, শরিফ আহমেদ, জয়নাল মিয়া, তুহিন মিয়া, আশরাফুল ইসলাম, আযাহারুল ইসলাম, আদিল হায়দার, অলিউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লিংকন আহমেদ জানান, পচা-বাসি খাবারের কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মাজহারুল আলম নাহিদ জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে খাবারের কারণেই এমনটা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আইনিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও
- মৌলভীবাজারে ৫৬ করোনা রোগী, হটস্পট শহরেই ২৭ জন
- রাতে মৃত সন্তান জন্ম দিয়ে সকালে মায়ের মৃত্যু
- মৌলভীবাজারের কোন এলাকা কোন জোনে