Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ)

প্রকাশিত: ১৭:০১, ১ মে ২০২৪

চা পাতার ন্যায্য মূল্য দিয়েছেন প্রধানমন্ত্রী, মে দিবসে এমপি সুমন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা পাতার ন্যায্য মূল্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

তিনি বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমার চা বাগানবাসীর কথা চিন্তা করে সংসদে দাড়িয়ে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তব্য দেয়ার পরেই চা পাতার মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের প্রতি দুর্বল। তিনি তাদের নিজের আপন মানুষের মতো ভালবাসেন। তাই তিনি চা পাতার ন্যায্য মূল্য দিয়েছেন।

বুধবার (০১ মে) দুপুরে মে দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়শনের উদ্যেগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিষ্টার সুমন এমপি। 

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়শনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, চা শ্রমিকদের জন্য কালো আইন করে মালিকরা আর নির্যাতন নিপিড়ন করতে পারবেন না। 

তিনি এ বিষয় নিয়ে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সংসদে বক্তব্য দিবেন বলে জানান। 

সারা দেশের বিভিন্ন চা বাগানের ২ হাজার চা বাগানের স্টাফ ও শ্রমিকরা অংশ গ্রহন করে। সাধারণ সম্পাদক  আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চা বাগান আঞ্চলিক সভাপতি দেবদাস, আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম,সুহেল আহমেদ,বদরুল আলম,শ্রীকান্ত আহির,পাপ্পু লাহিড়ী, সন্তুষ তাতী মেম্বার,উজ্জ্বল দত্ত প্রমুখ। 

পরে একটি বর্নাঢ্য র‍্যালি চুনারুঘাট পৌর শহর প্রদক্ষিন করে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়