Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রাম থেকে গাড়ি চুরি করে বিক্রি হয় সিলেট অঞ্চলে

উদ্ধার করা চোরাইকৃত গাড়ি, মোটরসাইকেল ও মাদকদ্রব্য

উদ্ধার করা চোরাইকৃত গাড়ি, মোটরসাইকেল ও মাদকদ্রব্য

মৌলভীবাজারে গত দেড়মাসে বিশেষ অভিযানে ৩টি চোরাইকৃত গাড়ি, ১টি মোটর সাইকেল এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় আন্ত:জেলা গাড়ি চোরচক্রের সদস্যসহ মাদক বিক্রেতা ও বহনকারী ১৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রটি চট্টগ্রাম অঞ্চল থেকে গাড়ি চুরি করে সিলেট অঞ্চলে নিয়ে বিক্রি করে।

আজ দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পুলিশের বিশেষ অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় আইনিউজের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।  

পুলিশ সুপার জানান- চোর চক্রের মূলহোতাকে গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরো বলেন- গত চারদিনে ২৮১ বোতল বিদেশী মদ, ৩০৬ লিটার দেশীয় মদ, ৩৯ পিচ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জেলার ৭টি থানায় ২১ টি মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চাঞ্চল্যকর হত্যা মামলা, গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন করে আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, জিয়াউর রহমান, এ বি এম মুজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়