Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ১৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:২৭, ১৪ ডিসেম্বর ২০২১

মোমবাতি প্রজ্জ্বলন করে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে একাত্তরের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে মৌলভীবাজারবাসী। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

আরও পড়ুন- বিজয়ের মাসকে সামনে রেখে সড়কে ‘পতাকাওয়ালারা’

শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

আরও পড়ুন- মৌলভীবাজারে এক বছরে ভ্যাট আদায় হয়েছে ১১৭ কোটি টাকা

সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকবদার।

আরও বক্তব্য রাখেন নাট্যকার আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুসহ বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ