Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ২ জানুয়ারি ২০২২

শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ছিলো ৯.০৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, এখন তাপমাত্রা ক্রমশই নামবে। সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহও থাকবে। এতে কয়েকদিন শীতের প্রকোপ বাড়তে পাড়ে।

আরও পড়ুন- সংক্রমণ বাড়লে ফের লকডাউনে যেতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, ‘রোববার তাপমাত্রা শুধু শ্রীমঙ্গলে ১০ ডিগ্রির নিচে। শুধু একটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না। আপাতত তাপমাত্রা মোটামুটি এমন থাকবে। আগামী ৪/৫ তারিখের (জানুয়ারি) দিকে তাপমাত্রা কমতে পারে।’

আরও পড়ুন-  প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা বেড়ে আড়াই শতাংশে

এই আবহাওয়াবিদ বলেন, ‘বাংলাদেশের ওপর একটা সার্কুলেশন বা ঘূর্ণিবায়ু (লঘুচাপ) আছে। বাংলাদেশে ঢুকে বায়ুটা বের হচ্ছে না। আগামী ৪/৫ তারিখের দিকে সার্কুলেশনটা থাকবে না, ঠান্ডা বাতাস ঢুকবে। তখন শীত বাড়বে। তখন হয়তো আবার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশের রাতের অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ