Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ১২ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:৩১, ১২ জানুয়ারি ২০২২

সীমিত আকারে হবে শাহ মোস্তফার উরুস

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার। ছবি: রণজিৎ জনি

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার। ছবি: রণজিৎ জনি

মৌলভীবাজারে এবার সীমিত আকারে হবে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস। করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারের মোতাওয়াল্লি এবং উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ আই নিউজকে জানান, করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে এ বছর একদিনের উরুসের অনুমতি পাওয়া গেছে। যে কারণে শুধুমাত্র শনিবার (১৫ জানুয়ারি) উরুস অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এ বছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহির ৬৮১তম উরুস মোবারক। শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল, গরুর জবেহ ও জিকির আছকার। শনিবার সকাল ৯টায় গিলাফ ছড়ানো, বাদ জোহর শিরনী বিতরণ। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হবে।

এদিকে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, রীতি অনুযায়ী দোকানপাট বসবে। তবে সেটা শুধুমাত্র শনিবার একদিনের জন্য। 

আরও পড়ুন- মৌলভীবাজারে ১১ দফা বিধিনিষেধ অমান্য করলেই আইনগত ব্যবস্থা : ডিসি

সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান মেয়র ফজলুর রহমান। 

উল্লেখ্য মৌলভীবাজারে শতশত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহীহযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)উরুস ও মেলা। এ বছর ৬৮১তম উরুস হওয়ার কথা। গত বছর ২০২১ সালে করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কারণে উরুস ও মেলা অনুষ্ঠিত হয়নি।

আইনিউজ ভিডিও

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়