Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:১১, ২৪ ফেব্রুয়ারি ২০২২

‘একদিনে এক কোটি টিকা’

টিকাদান কর্মসূচি সফল করতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে চলেছে। এই ক্যাম্পেইনকে সফল ও সাধারণ মানুষকে টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র‍্যালি ও সাইকেল-গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দসহ সাধারণ মানুষ। 

আরও পড়ুন- শেরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

‘একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইন বাস্তবায়ন করতে ২৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার পৌরসভার নয়টি ওয়ার্ডে অস্থায়ী বুথ বসানো হবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। 

এই কর্মসূচিতে ১৮ বছরের ওপরে যেকোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবেন। 

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) দেশব্যাপী ‘একদিনে এক কোটি’ করোনা টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে আজ বর্ণাঢ্য র‍্যালি ও সাইকেল-গাড়ি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা তথ্য অফিসের সড়ক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন। দেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজার— এই চার ধরনের টিকা দেওয়া হচ্ছে। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ