Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ৩ মার্চ ২০২২

রাজনগরে প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে ছাই

মৌলভীবাজারের রাজনগরে আগুনে পুড়ে ছাই হয়েছে এক প্রবাসীর বসতঘর। রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা গেলেও ঘরের সবকিছু পুড়ে গেছে। 

ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে। এ ঘটনায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়রা উপজেলার খলাগাঁও গ্রামের কুয়েত প্রবাসী কনা মিয়ার বসতঘরের টিনের চালার উপর দিয়ে ধোঁয়া উড়তে দেখেন। এসময় তারা ঘরে আগুন লেগেছে দেখে নেভাতে চেষ্টা করেন।

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়বহ এই অগ্নিকাণ্ডে ওই প্রবাসীর বসতঘরে থাকা ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা সহ সবকিছু পুড়ে গেছে।

আরও পড়ুন- ‘জাহাজের নাবিকদের জন্য নিরাপদ রাস্তা বের করার চেষ্টা চলছে’

কনা মিয়ার ছেলে কাওসার মিয়া বলেন, আগুন লেগেছে টের পেয়ে আমি আশেপাশের সবাইকে ডাকি। পরে ফায়ার সার্ভিস সহ সবার সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ায় ঘরের কোনো কিছুই উদ্ধার করতে পারিনি। 

রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শাহীন আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষ ও স্থানীয় ভোলান্টিয়ারের সহযেগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি ফ্রিজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার আমাদেরকে জানিয়েছে।

আইনিউজ/ফরহাদ হোসেন/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়