Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:১৫, ১৯ মার্চ ২০২২
আপডেট: ২২:২৯, ১৯ মার্চ ২০২২

মৌলভীবাজারে ‘আগামীর তারকা’র অডিশন, ৩৪ জন পেয়েছেন ইয়েস কার্ড

সুপ্ত প্রতিভা বিকাশে, আমরা আছি তোমার পাশে - এই স্লোগানে অনুষ্ঠিত হলো এটিএন বাংলার আয়োজনে আগামীর তারকা সিজন ২ এর অডিশন রাউন্ড। নৃত্য ও সংগীত বিভাগে মৌলভীবাজার অঞ্চলে সিলেট বিভাগের প্রতিযোগিরা এতে অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে ১০৭ জন প্রতিযোগি তাঁদের প্রতিভা তুলে ধরেন। অডিশনের জন্য তাঁরা সশরীরে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেন। 

ইয়েস কার্ড পাওয়া ৩৪ জন

এর আগে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন ৩ শতাধিক প্রতিযোগি। কিন্তু করোনাকালে বারবার অডিশনের তারিখ পেছানোর কারণে তাঁরা আর এতে অংশগ্রহণ করতে পারেন নি।

প্রাথমিক বাছাই শেষে বিচারকরা ৩৪ জনকে সংগীত ও নৃত্য বিভাগে নির্বাচিত করেন এবং ইয়েস কার্ড দেন।

স্থানীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজনে ছিলো মৌলভীবাজারের সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠ। অডিশন রাউন্ডে বিভাগীয় কো-অর্ডিনেটর ছিলেন প্রদীপ চন্দ্র নাহা। এতে সংগীতের বিচারক ছিলেন অনুপম কুমার পাল ও রুবিনা মাহমুদ। এছাড়া নৃত্যের বিচারক ছিলেন পার্থ প্রতীম দাস ও নীলাঞ্জনা যুঁই। 

গত মঙ্গলবার (১৫ মার্চ) এ অডিশনের উদ্বোধন করেন আব্দুল মোহিত টুটু। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ সলমান আলী, নৃত্য প্রশিক্ষক সাহাব উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সংগঠক হিমাংশু নাহা হিমু, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মুনিম আহমেদ রিমন, বিটিভির জেলা প্রতিনিধি ও আইনিউজের সম্পাদক হাসানাত কামাল।

অডিশনের উপস্থাপনায় ছিলেন ইসরাত জাহান রিয়া। মৌলভীবাজার অঞ্চলে এ আয়োজনের স্পন্সর ছিলো বেঙ্গল ফুড।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ