Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ১৯ জুন ২০২২
আপডেট: ০০:৫৪, ১৯ জুন ২০২২

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি: জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু

পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক কন্ট্রোল রুম খোলা হয়েছে।

শনিবার (১৮ জুন) রাতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

মৌলভীবাজার জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৮৬১-৫২৭২৫। 

মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে প্রবল বৃষ্টিপাতের কারণে এ জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরের, অফিস কক্ষে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্মকর্তা-কর্মচারীগণ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন। 

আগামী ১৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তা-কর্মচারীদের নাম ও মোবাইল নম্বর নিচে দেওয়া হলো- 

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়