Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৮ জুলাই ২০২২
আপডেট: ২১:১৩, ১৯ জুলাই ২০২২

রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের মৌলভীবাজার চেম্বারের সংবর্ধনা 

প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মৌলভীবাজার জেলার ১৮ জনকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (১৬ জুলাই) রাতে রাঙ্গাউটি রিসোর্ট হল রুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর ০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-রাজনগর ০৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের মহিলা সংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমান।

 

সংবর্ধিত অতিথিরা হলেন- লন্ডন প্রবাসী) মো. মুর্শেদুর রহমান, কানাডা প্রবাসী প্রফেসর ডা. শফিকুর রহমান, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান স্বপন, লন্ডন প্রবাসী রেজাউল করিম সিপার, লন্ডন প্রবাসী তোফায়েল আহমেদ, লন্ডন প্রবাসী আব্দুর নূর তরফদার ইসলাম,   আমেরিকা প্রবাসী শেখ মহররম, লন্ডন প্রবাসী আব্দুল বাকী সিদ্দিক, লন্ডন প্রবাসী মনসুরুর রহমান শাহী, লন্ডন প্রবাসী লিলু মিয়া, আমেরিকা প্রবাসী সৈয়দ মোস্তাক আহমদ, আমেরিকা প্রবাসী ইকবাল হোসেন, লন্ডন প্রবাসী আদনান ইবনুল হোসেন, লন্ডন প্রবাসী জাহাঙ্গীর কবির, আমেরিকা প্রবাসী আব্দুল কালাম শিপু,  আমেরিকা প্রবাসী ইসমাত হোসেন আকিব, আমেরিকা প্রবাসী আব্দুল মুুমিন উজ্বল, লন্ডন প্রবাসী বাবুজ্জামান খাঁন, লন্ডন প্রবাসী কমরুজ্জামান খান, লন্ডন প্রবাসী তৌফিকুর রহমান লাকি, ফ্রান্স প্রবাসী আউয়াল উদ্দিন, লন্ডন প্রবাসী নুরুল হকস চৌধুরী, লন্ডন প্রবাসী আমাদুর রহমান, কানাডা প্রবাসী নুরুজ্জামান সুইট, লন্ডন প্রবাসী টিটু, আমেরিকা প্রবাসী খলিলুর রহমান, আমেরিকা প্রবাসী সৈয়দ জুয়েল, লন্ডন প্রবাসী ফজলুর রহমান।

এ সময় অতিথিরা বিদেশীদের উদ্দেশ্যে করে বলেন, নাড়ির টানে দেশের টানে বাড়ির টানে সব সময় যেন তাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে সব সময় এসে ঘুরে যান প্রবাসী অধ্যুষিত অঞ্চল এই মৌলভীবাজার জেলায়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা মৌলভীবাজার চেম্বার অব কমার্স এ সংবর্ধনার আয়োজন করায় চেম্বার পরিচালক, সভাপতি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’ 

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ