Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ২ জানুয়ারি ২০২৩

কুলাউড়ায় ৩ কেজি গাঁজাসহ আটক ১

পুলিশের অভিযানে গাঁজাসহ আটক কোকিল তাসা। ছবি- আই নিউজ

পুলিশের অভিযানে গাঁজাসহ আটক কোকিল তাসা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায়  ৩ কেজি গাঁজাসহ কোকিল তাসা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। গতকাল রোববার (১ জানুয়ারি) ক্লিভডন চা বাগানের দুর্গা মন্দিরের পাশে থেকে তাকে আটক করে পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সূত্রে জানা যায়, কুলাউড়া থানাধীন জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের দুর্গা মন্দিরের পাশে একজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থান করছে এমন একটি সংবাদ গতকাল বিকেলে পুলিশের কানে আসে। এই সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এস আই আনোয়ার মিয়া, এ এস আই রুমান মিয়া, এ এস আই বিল্লাল হোসেন, এ এস আই আবু রায়হানসহ কুলাউড়া থানার একটি টিম ক্লিভডন চা বাগানে অভিযান পরিচালনা করে।

সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার সময় ক্লিভডন চা বাগানের দুর্গা মন্দিরের সামনে থেকে কোকিল তাসাকে আটক করা হয়। এসময় কোকিল তাসার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।

আটক কোকিল ক্লিভডন চা বাগানের (পাট্টা লাইন) মৃত নকুল তাসার ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়