Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ১৪ জানুয়ারি ২০২৩

মৌলভীবাজারে শুরু শাহ মোস্তফার উরুস ও মেলা

মেলায় বসেছে নানা ধরণের দোকানের পসরা। ছবি- আই নিউজ

মেলায় বসেছে নানা ধরণের দোকানের পসরা। ছবি- আই নিউজ

শুরু হয়েছে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর উরুস ও মেলা। আজ শনিবার (১৪ জানুয়ারি বাদ আছর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছে উরুসের আনুষ্ঠানিকতা।

মেয়র ফজলুর রহমান বলেন, করোনা মহামারি বিধিনিষেধের কারণে গত দুই বছর মেলা হয়নি। এবছর কোনো বিধিনিষেধ নেই। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে মেলা। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সারাদিন মাজার প্রাঙ্গণে শিরণি খাওয়ার দাওয়াত রইলো। সকল মুসলিম ধর্মপ্রাণদের জন্য উন্মুক্ত।

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারের মোতাওয়াল্লি এবং উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ আই নিউজকে বলেন, এবার মেলায় আর কোনো বাধা নেই। নেই করোনা সংক্রমণের বিধিনিষেধ। পুনরোদ্দমে শুরু হয়েছে মেলা।

এবছর ৬৮২তম উরুস মোবারক
মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ  বলেন, এ বছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহির ৬৮২তম উরুস মোবারক। শনিবার (১৪ জানুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল, গরু জবেহ ও জিকির আছকারের মধ্য দিয়ে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি)  সকাল ৯টায় গিলাফ ছড়ানো হবে। বেলা ১১টায় শিরনী বিতরণ করা হবে। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হবে।

উরুসকে ঘিরে মেলা
সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ  বলেন, প্রতিবছরই উরুসের সময় এখানে মেলা বসে। এবছরও শাহ মোস্তফার মেলায় মাজার সংলগ্ন শাহ মোস্তফা সড়কজুড়ে বসেছে দোকানপাঠ। মেলার মূল আকর্ষণ খৈ-উখড়া।

এছাড়াও মেলায় বসেছে ফার্ণিচার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, কুটির শিল্প, শিশুদের খেলনাসহ বিভিন্ন দোকানপাট। বসেছে খাবারের দোকান। এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানীরা পসরা সাজিয়ে বসেছেন।

এদিকে উরুস ও মেলাকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেলা কমিটি। মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার বসানো হয়েছে।

উরুস শেষ হবে রোববার (১৫ জানুয়ারি) রাতে। তবে মেলা চলবে তিনদিনব্যাপী। শেষ হবে সোমবার (১৬ জানুয়ারি)।

উল্লেখ্য, মৌলভীবাজারে ৬৮১ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস ও মেলা। ২০২১ সালে করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কারণে উরুস ও মেলা অনুষ্ঠিত হয়নি।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়