Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:৩৯, ৫ মার্চ ২০২৩

মৌলভীবাজারে ‘গেইট লক’ বাস সার্ভিস চালু

মৌলভীবাজারে ‘গেইট লক’ বাস সার্ভিস চালু

মৌলভীবাজারে ‘গেইট লক’ বাস সার্ভিস চালু

মৌলভীবাজারে চালু হয়েছে ‘গেইট লক’ স্পেশাল বাস সার্ভিস। এটি শেরপুর থেকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রুটে নিয়মিত চলাচল করবে। রোববার (৫ মার্চ) ঐ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ‘গেইট লক’ স্পেশাল বাস সার্ভিসের উদ্বোধন করেন- মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব, মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ, বাস মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি  ফারুক আহমদ।

মৌলভীবাজারে ‘গেইট লক’ বাস সার্ভিস উদ্বোধন

অন্যান্যের মধ্যের উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা আশরাফ আলী খাঁন, শেরপুর কাউন্টারের ম্যানাজার খালিক মিয়া, ম্যানাজার এহিয়া খাঁন, ইউপি সদস্য রাজন আহমদ প্রমুখ।  

সার্ভিস চালুকারীরা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাস চলাচল করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে শেরপুর থেকে মৌলভীবাজার ৫০ টাকা। শেরপুর থেকে শ্রীমঙ্গল ১০০ টাকা। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল ৫০ টাকা। 

‘গেইট লক’ বাস সার্ভিস চালুর ব্যাপারে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল হলো শেরপুর। কিন্তু  জেলা শহর ও শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে অনেক দূরে হওয়াতে নির্বিঘ্নে সরাসরি যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হয়।  

এছাড়া কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য আশেপাশে কোনো হাসপাতালও নেই। সেক্ষেত্রে জেলা শহরে হাসপাতালে যেতে হয়। গেইট লক বাস সার্ভিস চালু হওয়াতে শহরের বিভিন্ন এলাকাসহ অন্যান্য এলাকারে সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করেন তারা।

Eye News Youtube ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়