Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ২৬ মার্চ ২০২৩

মৌলভীবাজারে একাধিক হত্যা মামলার আসামি গ্রেফতার 

একাধিক হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৩৪)। ছবি- আই নিউজ

একাধিক হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৩৪)। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট। 

গেল শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানুগাছ এলাকা থেকে ওই অপরাধীকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব-৯।  

আসামি আলাউদ্দিন (৩৪) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাইটুলা এলাকার কাছুম আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।  

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এক বিজ্ঞপ্তিতে জানান- আলাউদ্দিন দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিলেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কমলগঞ্জের ভানুগাছ লংগুরপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

র‍্যাব জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলায় তাকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আদালতের রায়ের পর আলাউদ্দিন দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। অবশেষে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৯। 

গ্রেফতারে পর তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়