Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ০০:২০, ৫ জুন ২০২৩

সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর বার্ষিক সভা অনুষ্ঠিত

খ্রিষ্টীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সিলেট প্রেসবিটারিয়ান সিনডের দুইদিনব্যাপী বার্ষিক মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (৩ জুন) বিকালে সিলেট প্রেসবিটারিয়ান সিনডের আয়োজনে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী জুমগাঁও প্রেসবিটারিয়ান মন্ডলির সার্বিক সহযোগীতায় জুমগাঁও প্রেসবিটারিয়ান চার্চে সন্ধা ৬ টায় পালক রেভা: নির্মল মারাকের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের মডারেটর রেভা: পালক যাকোব কিস্কু।

এ সময় সভার সভাপতি মডারেটর রেভা: যাকোব কিস্কুর স্বাগত বক্তব্য ও প্রার্থনার মধ্যদিয়ে বার্ষিক মুলতবী সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভার শুরুতেই সিলেট প্রেসবিটারিয়ান সিনডের বিগত সভার কার্যক্রম আলোচ্য সূচি নিয়ে সভায় উপস্থিত সকলের অবহিত করেন সিনডের সাধারন সম্পাদক শংকর মারাক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের ট্রাষ্ট বোর্ডের চেয়ারম্যান জেমসন লামিন। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সাধারন সম্পাদক শংকর মারাক, যুগ্ন সম্পাদক ফিলা পতমী, কোষাধ্যক্ষ দৃশ্য দালবত, সিনড কার্যকরী কমিটির সদস্য সুমেন বেশরা, রেভা: পালক পরিতোষ স্নাল ও আদিবাসী নেতা প্রত্যুষ সাংমা।  

রোববার (৪ জুন) সকাল ৯ ঘটিকায় জুমগাঁও প্রেসবিটারিয়ান চার্চে প্রভুর ভুজের প্রার্থনা ও সভায় উপস্থিত আগত সদস্য বৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের পর বার্ষিক মুলতবি সভা সমাপ্ত হয়।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়