Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ১৪ জুন ২০২৩

যুবক গ্রেফতার

রাজনগরে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধ র্ষ ণে র অভিযোগ

মৌলভীবাজারের রাজনগরে মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে (১৩) ধ র্ষ ণে র অভিযোগে হোটেল কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধ র্ষ ণে র শিকার কিশোরীর মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ র্ষ ণে র অভিযোগে গ্রেফতার হওয়া যুবক সুজিত কর (১৯) উপজেলার টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত বকুল করের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রামের বলাই করের মেয়ে (১৩) মানসিক রোগে ভুগছিল। পার্শ্ববর্তী দেওয়ান দিঘির পাড়ের হোটেল ডনে সে প্রায়ই চা খেতে যেত। তাদের প্রতিবেশি মৃত বকুল করের ছেলে সুজিত কর (১৯) ওই দোকানে কাজ করতো। গত ১২ই জুন দুপুর দেড়টায় মেয়েটি ওই দোকানে চা খেতে গেলে প্রলোভন দেখিয়ে সুজিত কর মেয়েটিকে দোকানের ভিতরের চা বানানোর কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধ র্ষ ণ করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে অভিযোগ পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় তদন্তের জন্য এসআই সুমন হাজরাকে দায়িত্ব দেন। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ধ র্ষ ণে র অভিযোগে সুজিত কর নামে একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইনিউজ/ই.উ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ