Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ১৭ জুন ২০২৩

মৌলভীবাজার | ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন। ছবি- আই নিউজ

নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন। ছবি- আই নিউজ

রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ২০৩০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক। 

শনিবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান নেটওয়ার্কের শতাধিক নারী।

মুক্তি চক্রবর্তীর সভাপতিত্ব নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় নারীরা তাদের  বক্তব্যে  বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও উন্নয়ন প্রসঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলগুলো কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল কাঠামোয় নারীর অংশগ্রহণ এবং নেতৃত্ব পর্যায়ে অবস্থান তাদের রাজনৈতিক ক্ষমতায়নের সবচেয়ে বড় সূচকগুলোর একটি। 

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ)-তে বলা ছিল যে, রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ২০২২ সাল অতিক্রম করছি আমরা। তথাপি প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ