Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৩৮, ৮ জুলাই ২০২৩
আপডেট: ২০:০২, ৮ জুলাই ২০২৩

সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮৫ জন, মোকাবিলায় প্রস্তুত মৌলভীবাজার

সিলেট বিভাগে হঠাৎ করেই বেড়ে গেছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮৫ জনকে ডেঙ্গু শনাক্ত করেছেন চিকিৎসকরা। যাদের মধ্যে ২ জন আছেন মৌলভীবাজারে। মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১ জন করে ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু মোকাবিলায় এরিমধ্যে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে মৌলভীবাজার পৌরসভা। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী।  গত ৬ মাসে সিলেট বিভাগে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, সিলেট বিভাগে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় সিলেট জেলার গোয়াইঘাট উপজেলায়। তবে চিকিৎসকরা জানিয়েছে সিলেট ডেঙ্গু শনাক্ত রোগীদের প্রায় সকলেই ঢাকা ফেরত। অর্থাৎ, ঢাকা থেকে ডেঙ্গু বহন করে নিয়ে এসেছেন তারা।

সিলেট নগরীতে ক্রমাগত ভাবে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও মৌলভীবাজার জেলা সদরে এখনো ডেঙ্গু আক্রান্ত পাওয়া যায় নি। ডেঙ্গু প্রাদুর্ভাব শুরুর আগেই ডেঙ্গু মোকাবিলায় তৎপরতা শুরু করেছে মৌলভীবাজার পৌরসভা। পৌর মেয়রের নির্দেশনায় সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। জেলায় বিগত কয়েক দিন টানা বৃষ্টি হবার ফলে নানা স্থানে পানি ও ময়লা জমে সেখা থেকে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকিতে এ কার্যক্রমে নেমেছে পৌরসভা। 

এ বিষয়ে মেয়র ফজলুর রহমান আই নিউজকে বলেন- ঈদের বন্ধের পর আগামীকাল রোববার (৯ জুলাই) থেকে বিদ্যালয়গুলো খুলবে এবং পাঠদান শুরু হবে। এ অবস্থায় শিশুরা যেন ডেঙ্গু আক্রান্ত না হয় সেজন্য পৌরসভার উদ্যোগে আজ শহরের সবকটি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করা হয়েছে। একই সাথে মশার ঔষধ ছিটানো হয়েছে। আগামীকাল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশার ঔষধ ছিটানো হবে। 

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) ক্রমাগত ভাবে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৩টি ওয়ার্ডে পৃথক ডেঙ্গু কর্নারের ব্যবস্থা করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ