Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ১১ জুলাই ২০২৩

কমলগঞ্জের যুব উন্নয়ন অফিসের বেহাল দশা!

অফিসের বিভিন্ন জায়গায় পলেস্তারা উঠে গেছে। যার ভেতর দিয়ে বৃষ্টির পানি ঢুকছে। ফ্লোরে দুই থেকে তিন ইঞ্চি পানি জমে আছে। এর মধ্যেই কাজ করছেন অফিসের কর্মীরা। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে টেবিল ও জরুরি কাগজপত্রে দেয়া হয়েছে পলিথিন।

এই দৃশ্যটি মৌলভীবাজারের কমলগঞ্জের যুব উন্নয়ন অফিসের। গত দুই বছর ধরে বর্ষা মৌসুমে এভাবেই এই অফিসে পানি পড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মীরা। তারা কাজ করছেন ঝুঁকি নিয়ে।

যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা মো মাসুদ বলেন, ‘আমরা বিষয়টা ইউএনও ও উপজেলা চেয়ারম্যানকে অনেকদিন ধরে বলছি। কিন্তু তাতে কোনো সমাধান না পাওয়ায় নিরুপায় হয়ে এভাবেই কাজ করতে হচ্ছে।’

অফিস সূত্রে জানা যায়, ‘অফিস সরিয়ে নিতে বা মেরামত করাতে উপজেলা প্রশাসনকে দুই বছর ধরে বলেও কোনো কাজ হয়নি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান বলেন, ‘এ বিষয়টা আমার জানা ছিলোনা। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিষয়টি আলোচনা করবো।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান বলেন, ‘সহকারী কমিশনারের পুরাতন ভবন আমাদের কাছে হস্তান্তর করলে যুব উন্নয়ন অধিদপ্তরকে আমরা এখানে নিয়ে আসবো।’

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ