Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৫, ১৩ জুলাই ২০২৩

মৌলভীবাজারে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ যুবক  

নিখোঁজ হওয়া মিজানুর রহমান (৩৫)। ছবি- আই নিউজ

নিখোঁজ হওয়া মিজানুর রহমান (৩৫)। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগরে লন্ডনের কেয়ার ভিসা পেয়ে বন্ধুর সাথে দেখা করতে গিয়ে মিজানুর রহমান (৩৫) নামের শিক্ষানবিশ এক এডভোকেট নিখোঁজ রয়েছেন। 

গেল সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে মৌলভীবাজার যাওয়ার কথা বলে বের হন তিনি। 

নিখোঁজ ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার কোন খবর পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনদের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজ করে কোন সন্ধান পাওয়া যায়নি। বন্ধুর ম্যাসেজ পেয়ে সে বের হয়েছিল। ওই বন্ধুর পরিচয় জানা যায়নি। নিখোঁজ মিজানুর রহমান জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের আবুল হাসানের ছেলে।

মিজানের স্বজন সাহেদ আহমদ বলেন, তিনি সোমবার সকাল ১০ টায় নিজবাড়ি হতে মৌলভীবাজার শহরে যাওয়ার কথা বলে বের হন। বাড়ি হতে বের হওয়া পরপরই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। মোবাইল টেকনোলজি ব্যবহার করে জানা গেছে তার মোবাইল ফোন বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিখোঁজের ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ