Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ১৬ জুলাই ২০২৩

মৌলভীবাজারে দ্বিতীয় দফায় চিকিৎসকদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

মানববন্ধনে মৌলভীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকরা। ছবি- আই নিউজ

মানববন্ধনে মৌলভীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকরা। ছবি- আই নিউজ

সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে দ্বিতীয় দফায় মানববন্ধন ও সমাবেশ করেছেন মৌলভীবাজারের চিকিৎসকেরা।

অবসটেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, মৌলভীবাজারের আয়োজনে রোববার (১৬ জুলাই) সদর হাসপাতাল প্রাঙ্গণে দুপুর বারোটা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বিনা তদন্তে চিকিৎসক গ্রেফতার ও নিগ্রহের তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে চিকিৎসকের নিরাপত্তা দাবী জানান তারা। ডাক্তার মিলির বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার, ডাক্তার মুনা ও ডাক্তার শাহজাদীকে স্বসম্মানে জামিন দেওয়ার আহ্বান জানান চিকিৎসকেরা। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. বিনেন্দু ভৌমিক, গাইনি বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত কনসালটেন্ট ডা. সুধাকর কৈরী, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. ইসমত জাহান, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. মির্জা ফারজানা হলি, গাইনোকোলজি বিভাগের আবাসিক সার্জন ডা. রওশন আরা জামান, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. বদরুন নাহার রুমি, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. হুসনে আরা স্বপ্না, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মারুফ, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. জিয়াউর রহমান.  অর্থোপেডিকস কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মামুন, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. এনাম উর রশিদ দীপু, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. আবু রায়হান, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. ভৃগোমুল সিংহ, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. মঞ্জু লাল রায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. এখলাছুর রহমান, মেডিকেল অফিসার ডা. জয়দীপ পাল প্রমুখ।

এর আগে গত ৯ জুলাই একই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেন মৌলভীবাজারের চিকিৎসকেরা।

এদিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে দুইদিন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছেন গাইনি চিকিৎসকরা।

আগামী সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) এ কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানিয়েছে গাইনি ও প্রসূতিবিদ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ