Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১১, ১৮ জুলাই ২০২৩
আপডেট: ২৩:৫৬, ১৮ জুলাই ২০২৩

কলাগাছ থেকে শাড়ি প্রস্তুতকারী মৌলভীবাজারের রাধাবতীকে প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কলাগাছের আঁশ থেকে কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য তৈরির কারিগররা।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গণভবনে দলটির সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে দলের সবার সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী। কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটি তৈরি করেন তাঁতশিল্পী রাধাবতী দেবী।

সবশেষে রাধাবতী দেবীর হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সবার সঙ্গে ছবি তোলেন তিনি। পরে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সবাইকে উপহার দেন প্রধানমন্ত্রী।

আইনিউজ/ইউএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ