Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৫১, ২২ জুলাই ২০২৩

রাজনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন। ছবি- বিষ্ণু দেব

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন। ছবি- বিষ্ণু দেব

মৌলভীবাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজনগর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ জুলাই) সকালে রাজনগর উপজেলা পরিষদে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের এমপি নেছার আহমেদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। ছবি- বিষ্ণু দেব 


ঐক্য পরিষদ রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক বিষ্ণু দত্তের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন করেন ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল দাশ। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক আশু রঞ্জন দাশ, জেলা কমিটির সহ-সভাপতি রাধাপদ দেব সজল, রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে মধু, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দিগেন্দ্র সরকার চঞ্চল প্রমুখ। 

আলাচনা শেষে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ