Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:০০, ২৩ জুলাই ২০২৩

মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, মৌলভীবাজারে ৩ দোকানে অর্ধলক্ষ জরিমানা

দোকানে রাখা পণ্যের মান যাচাই করছেন ভোক্তা কর্মকর্তা। ছবি- আই নিউজ

দোকানে রাখা পণ্যের মান যাচাই করছেন ভোক্তা কর্মকর্তা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, মূল্য তালিকা না রাখা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকাসহ নানা অপরাধের কারণে ৩টি দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের উপস্থিতিতে জরিমানার টাকা আদায় করা হয়। 

রোববার (২৩ জুলাই) অভিযান শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় জানায়, বড়লেখা থানার ফোর্সের সহযোগিতায়  রোববার মৌলভীবাজার বড়লেখা উপজেলার কাঠালতলীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, কাঁচা বাজারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।

অভিযানে দৃশ্যমান স্থানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, গুঁড়া মশলাতে ভেজাল মিশ্রণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ ঘোষিত দ্রব্য মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

এগুলোর মধ্যে কাঠালতলী বাজারের ফ্যামিলি বাজার নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, ফরিদ এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকার, রসমেলাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও উপস্থিত তা আদায় করা হয়।

অভিযানের ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম আই নিউজকে বলেন, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। 

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ