Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫০, ১০ আগস্ট ২০২৩
আপডেট: ১৬:০২, ১০ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে হাঁসের ডিম এক ডজন ১৯৫ টাকা!!

মজুত করা পোল্ট্রি মুরগির লাল ডিম।

মজুত করা পোল্ট্রি মুরগির লাল ডিম।

সারাদেশের মতো মৌলভীবাজার জেলা সদরের মার্কেট, গ্রোসারি শপ, কাঁচাবাজারগুলোতে বেড়েছে ডিমের দাম। প্রতি হালি হাঁসের ডিম ৬৫ টাকা দরে এক ডজন ডিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৯৫ টাকা। এক সপ্তাহ আগেও যেই ডিম ৪০-৪৫টাকায় কেনা গেছে এখন তা কিনতে হচ্ছে প্রায় ২০-২৫ টাকা বেশি দিয়ে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) মৌলভীবাজারের টিসি মার্কেট, পশ্চিম বাজার ও কোর্ট মার্কেটসহ অস্থায়ী ভাসমান কাঁচাবাজারগুলোতে সরেজমিন এ চিত্র দেখা গেছে। বাজারে যারা ডিম কিনতে আসছেন হুট করে বেড়ে যাওয়া এমন দামের খবরে অস্বস্তিতে পড়েছেন তাঁরা। 

টিসি মার্কেটের কাঁচাবাজারে ডিম কিনতে আসা একাধিক ক্রেতার সঙ্গে আলাপ করলে তাঁরা জানিয়েছেন এক সপ্তাহের ব্যবধানে আজ ২০ টাকা বেশি দাম দিয়ে ডিম কিনতে হয়েছে তাদের। আগে ৪০ টাকায় এক হালি হাঁসের ডিম কিনলেও আজকে কিনেছেন ৬০ টাকা দিয়ে। অন্য এক ক্রেতা কিনেছেন ৬৫ টাকা করে। ফলে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ক্রেতা মনে।

নামদার নামে এক ক্রেতা বলেন, হাঁসের দাম এভাবে হুট করে কেন বাড়িয়ে দেয়া হলো বুঝলাম না! দুই-পাঁচ টাকা বাড়লে মানা যেতো; একবারে ২০-২৫ টাকা বেশি দামে ডিম বিক্রি করছেন দোকানদাররা। এরকম হলে বাজার থেকে দু'দিন পর ডিম কেনা দায় হয়ে যাবে। 

ডিমের দাম বেশির কারণ জিজ্ঞেস করলে দোকানীরা জানাচ্ছেন, মূলত আরত থেকেই তাদেরকে বেশি দামে ডিম কিনে আনতে হচ্ছে। বড় বড় ডিম ব্যবসায়ীরা এই দাম বাড়িয়েছেন। আমরাও ক্রেতাদের মতো বেশি দামে ডিম কিনে আনছি; তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

এক পরিসংখ্যান দিয়ে শহীদ ভেরাইটিজ স্টোরের প্রোপাইটার শহীদ মিয়া জানান- পাইকারে বাজারে আজ হাঁসের ডিম প্রতি শ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা দরে। যা এক সপ্তাহ আগেও ১৩০০-১৩৫০ টাকায় পাওয়া গেছে। লাল ডিম বর্তমানে প্রতি শ বিক্রি হচ্ছে ১২০০-১২৫০ টাকা দরে। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১১০০-১১৫০ টাকায়। আর সাদা ডিম এখন কিনতে হচ্ছে ১৩০০-১৩৫০ টাকায়। যা এক সপ্তাহে আগে ১২০০-১২৫০ টাকায় পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, আজকে প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। পোল্ট্রি মুরগির লাল ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। সাদা ডিম বিক্রি হচ্ছে প্রায় কাছাকাছি দামে। দেশি মুরগীর ডিমেও বেড়েছে দাম।  

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়