Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ 

সম্মেলনকে ঘিরে তোরণে তোরণে সেজেছে সদরের বিভিন্ন সড়ক। ছবি- আই নিউজ

সম্মেলনকে ঘিরে তোরণে তোরণে সেজেছে সদরের বিভিন্ন সড়ক। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ৯ বছর পর হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে জেলা শহর সেজেছে তোরণ আর ফেস্টুন, ব্যানারের সাজে। শেষ সময়ের প্রস্তুতি সারছেন সংশ্লিষ্টরা। বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই চলছে প্রস্তুতি। 

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। 

 প্রায় ৩ মেয়াদ পরে হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে তাই সবার আগ্রহও চোখে পড়ার মতোন। স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার পদপ্রত্যাশীরা জোর লবিং শুরু করেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এরিমধ্যে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন এমন খবরও আসছে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আই নিউজকে বলেন- সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অনেকেই জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সবাইকে আজকের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক আই নিউজকে বলেন- ‘একটি সুন্দর ও সুশৃংখল সম্মেলন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। শহীদ মিনার প্রাঙ্গণে মঞ্চ ও প্যান্ডেল করা হয়েছে। আশা করছি একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারবো।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়