Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ২৮ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারের চাঁদনীঘাটে বাসে আগুন দিল কে?

বাসে লাগা আগুনে পুড়ে গেছে পেছনের দিকের সিটগুলো। ছবি- সংগৃহীত

বাসে লাগা আগুনে পুড়ে গেছে পেছনের দিকের সিটগুলো। ছবি- সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকায় সোমবার রাতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনায় বাসটির পেছনের অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা হেল্পারের জ্বালানো মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত। যদিও হেল্পারের দাবি, কয়েল কিনে বাসে আসার সময়ই তিনি আগুন দেখতে পান বাসের ভেতরে। ফলে, প্রশ্ন ওঠেছে মধ্যরাতে কে বাসে আগুন লাগিয়েছে তা নিয়ে।

সোমবার (২৭ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১১টার দিকে চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল বাসটি। বাসটির চালক ও মালিক হেলাল মিয়া। ৬ বছর আগে কিস্তিতে ২৫ লাখ টাকা দিয়ে তিনি এই বাস কিনেছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির পিছনের অংশ পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘গাড়ির ভেতরে কয়েল জ্বালিয়ে হেলপার ঘুমাচ্ছিল। ধারণা করা হচ্ছে সেখান থেকে আগুন লেগেছে।’

তবে হেলাল মিয়া হেলপার রেজুর বরাত দিয়ে বলেন, ‘রেজু প্রথমে দোকানে টিভি দেখছিল। পরে সে দোকান থেকে কয়েল কিনে আসার সময় দেখে গাড়ির ভেতরে আগুন জ্বলছে। সে তখনই চিৎকার দিয়ে সবাইকে জানায়।
আমি নিজেই এই গাড়ির ড্রাইভার। সোমবার বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো বাস রেখে বাড়ি চলে আসি। রাত সাড়ে ১১টায় শুনতে পাই বাসে আগুন লেগেছে। রওয়ানা দিয়ে ভোররাত দেড়টার দিকে সেখানে গিয়ে দেখি গাড়ির অনেক কিছু পুড়ে গেছে।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘বাসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়