Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

পলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৩:৪৪, ৮ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:০২, ৮ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে ৪ হাজার মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহারের চাল 

ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ

ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের আওতায় মৌলভীবাজার পৌর এলাকার চার হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফ চাল।

সোমবার (৮ এপ্রিল) মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

দিনব্যাপী ১০ কেজি করে ৪ হাজার ৬ শত ২১ জনের মধ্যে চাল বিতরণ করে পৌরসভা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গরিব-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করেছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার।

মেয়র ফজলুর রহমান বলেন- আমরা পৌর এলাকার গরীব, দুস্থ মানুষদের মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রধানমন্ত্রীর উপহারের চাল তুলে দিয়েছি।  ৪ হাজার ৬ শত ২১ জন ১০ কেজি করে চাল পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করেন মেয়র, কাউন্সিলর-সহ কর্মকর্তা-কর্মচারীরা। মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলরবৃন্দ সার্বক্ষণিক বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়