নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
ঈদ শপিং: মৌলভীবাজারে শেষ সময়ে লোকারণ্য দোকানপাট
ছবি- আই নিউজ
পবিত্র রমজানের আর বাকি মাত্র একদিন। এরপরেই আগামী পড়শুদিন (বৃহস্পতিবার) দেশে উদযাপিত হবে ঈদ। মৌলভীবাজারসহ সারাদেশে চলছে ঈদ শপিং এর মহা ব্যস্ততা। ঈদের মাত্র যখন দুই দিন বাকি, মৌলভীবাজারের শপিং সিটি, দোকানপাট লোকারণ্য হয়ে গেছে ক্রেতাদের ভিড়ে। এরমধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি।
মঙ্গলবার (৯ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে ঈদ বাজারের এই জমজমাট দৃশ্য দেখা যায় সর্বত্র। ক্রেতাদের সামনে সারিসারি কাপড় নামিয়ে দেখাতে ব্যস্ত দোকান কর্মচারীরা। ক্রেতারা ব্যস্ত দামেদরে মিলিয়ে নিজেদের পছন্দসই পোশাক কেনায়। রমজান প্রায় শেষ দিকে বলে, নারী ও শিশুদের বাজারে ঘুরছেন শেষ সময়ের কেনাকাটা সম্পন্ন করতে।
এমবি, বিলাস, ঈশিকা, ইজি ফ্যাশন, জুলিয়া শপিং সেন্টারের মতো বড় বড় বিপণী প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রেতাদের সমানতালে ভিড় দেখা গেছে ছোট ছোট দোকান ও ভাসমান দোকানগুলোতেও। সবখানেই বইছে ঈদের আমেজ। শিশু, কিশোর, তরুণীরা দেখে দেখে কিনছেন নিজেদের পছন্দের জামাকাপড়। তাদের আকর্ষণ করতে নানা নামের পোশাকের পসরাআ সাজিয়ে রেখেছেন কাপড় ব্যবসায়ীরা।
কাপড়ের পাশাপাশি ভিড় ছিল জুতার বাজারেও। শহরের কোর্ট সড়কে অবস্থিত ইলিয়াস জুতা বাজারে ভিড় বেড়েছে জুতা কিনতে আসা ক্রেতাদের। এদের মধ্যে আছেন শিশু, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষ। ক্রেতাদের আগ্রহ বাড়াতে জুতার দোকানগুলোতেও রাখা হয়েছে নতুন মডেলের জুতা। তবে, বিক্রেতারা বলছেন লুফার, ক্যাডস এবং বিভিন্ন ধরনের চামড়ার জুতা কিনছেন বেশি ক্রেতারা।
ঈশিকায় পরিবারকে নিয়ে কাপড় কিনতে এসেছেন প্রবাসী সোহেল। তিনি বলেন, দুই দিন আগেও একবার এসে বউকে নিয়ে শপিং করে গিয়েছি। বাড়ির মানুষদের জন্য আরও কিছু শপিং বাকি থাকায় আজকে আবার এসেছি। প্রতিবারই দুই তিন বারে শপিং করি। তাছাড়া আমার স্ত্রী শপিং করতে ভালোবাসে।
সেন্ট্রাল রোডে সড়কের পাশে কাপড়ের পসরা সাজিয়ে বসা একটি ভ্যানে বাচ্চাদের কাপড় দেখছিলেন বৃদ্ধ হারিছ মিয়া। আলাপ করলে জানান, নাতির জন্য কাপড় কিনতে এসেছেন। তার নাতি এবছর প্রথমবার রোজা রেখেছে। ওর বয়স সাত বছর। প্রথমবার নাতি রোজা রাখার খুশিতে নাতির জন্য একসেট কাপড় কিনে নিয়ে যাবেন তিনি।
বিভিন্ন দোকানের বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, রমজানের এই শেষ সময়ের এসে আগের তুলনায় অনেক গুণ বেশি ক্রেতাদের ভিড়। ২৭ রমজান থেকে প্রায় সারা রাতই শহরে কেনাকাটা চলছে। ঈদ যতো ঘনিয়ে আসছে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে ততোই। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখতে প্রস্তুত আছে পুলিশ প্রশাসন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’