Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২৫ এপ্রিল ২০২৪
আপডেট: ১৯:৫৬, ২৫ এপ্রিল ২০২৪

ভিপি মিজান কারাগারে, নাসের রহমানের বিবৃতি

আদালত প্রাঙ্গণে ভিপি মিজানুর রহমানসহ নেতাকর্মীরা।

আদালত প্রাঙ্গণে ভিপি মিজানুর রহমানসহ নেতাকর্মীরা।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) কারাগারে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভিপি মিজানসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মৌলভীবাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।  

জানা যায়- নাশকতায় মামলায় নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরের দিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারুক আহমদের আদালতে  উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, এম এ নিশাত, ওয়াহিদুর রহমান জুনেদ, রুহেল আহমেদ, মামুনুর রশিদ, জাহেদ আহমেদ প্রমুখ।

মৌলভীবাজার জেলা বিএনপির দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জানান এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন- ‘নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়। সেই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় আমি উদ্বিগ্ন। সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়